get started namecheap

Get Started 01:


ডোমেনের জন্য নাম সার্ভার পরিবর্তন করতে, নিম্নোক্ত কাজগুলি করতে হবে :












---------------------------------------------------------------------------------------------------------------------







Get Started 02:

Get Started 02: এর সকল সেকশন নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো 



১। General & Support ----  এর অর্থ হলো সাধারণ সহযোগিতা। অর্থাৎ এই সেকশনে নেমচিপ সাপোর্ট টিম গ্রাহকদের সাধারণ প্রশ্নের উত্তর ও সমাধান দিয়ে থাকে। 



২। Checkout & Billing ----এই সেকশনের কাজ হলো যাবতীয় অর্থ ও সেবা আদান প্রদান করা সম্পর্কে সম্ভাৱৰ প্রশ্ন উত্তর দিয়ে সমাধান করা। 


৩। Domains -----ডোমেইন সেকশনে ডোমেইন সংক্রান্ত যাবতীয় সেবা যেমন (DNSSEC , DNS Questions ,Registrations, Domains with extended attributes,Marketplace,Domain Management,Dynamic DNS,Renewal questions) এগুলো কি ? কিভাবে পরিচালনা করতে হবে ? পরবর্তী পদক্ষেপ কি ? অর্থ আদান -প্রদান করা সহ সকল সম্ভাব্য প্রশ্নের উত্তর দেয়া থাকে। 


৪। WhoisGuard ----- এই সেকশন এ হোয়াইসগার্ড নিরাপত্তা সম্পর্কে গ্রাহকের সুবিধার্তে  সকল প্রশ্ন ও উত্তর দেয়া থাকে 
(যেমন : হুইচ কি ?,  হুইচগার্ড কি ?হুইচগার্ড কিভাবে কাজ করে ? মেয়াদ শেষ হওয়ারপর কিভাবে রিনিউ করবো ? কিভাবে আমার ডোমেইন এ হুইচগার্ড  সক্রিয় করবো ? কিভাবে হুইচগার্ড  অক্ষম অর্থাৎ সার্ভিস টি বন্ধ করবো ? কিভাবে হুইচগার্ড  সেবার আমার যোগাযোগের ঠিকানা পরিবর্তন করবো ? ইত্যাদি যাবতীয় সকল প্রয়োজনীয় প্রশ্নের উত্তর )




৫। Domain Transfers ----এই সেকশন এ ডোমেইন হস্তান্তর সম্পর্কীয়  ৪ টি বিষয়ে আলোচনা করা হয়েছে। যথা :

ক)Transfer Information ----(হস্তান্তর তথ্য)>>> এখানে ডোমেইন হস্তান্তর করার পদ্ধতি সম্পর্কে প্রশ্ন উত্তর দেয়া আছে
 যেমন:
**কিভাবে নেমচিপ একাউন্ট  থেকে অন্য একাউন্ট এ ডোমেইন অপসারণ করবো ?
**ডোমেইন হস্তান্তর কি ?
**রেজিস্টার লোক কি ?
**epp কোড কি ইত্যাদি 


খ)Transfer to another provider ---(অন্য কোনো প্রোভাইডার এ হস্তান্তর )->> এখানে যে সকল সম্ভাব্য প্রশ্নের উত্তর দেয়া আছে তা হলো :
**কিভাবে হস্তান্তরযোগ্য ডোমেইন বাতিল করা যায় ?
**নেমচিপ থেকে ডোমেইন হস্তান্তর করা যাবে কি না ?
**ডোমেইন হস্তান্তর করতে কোনো ফী লাগবে কি না ?  ইত্যাদি 



গ)Transfer to Namecheap (নেমচীপ এ স্থানান্তর)>>> এখানে অন্য প্রোভাইডার থেকে কিভাবে নেমছেও এ ডোমেইন ট্রান্সফার করা যায় তার সকল প্রশ্ন উত্তর দেয়া আছে। 


ঘ)Canceled Transfers (বাতিল স্থানান্তর)>>>>এখানে বাতিল করা ডোমেইন এর সকল প্রশ্ন উত্তর দেয়া আছে। 





৬। Hosting --->> এই সেকশন এ Hosting সংক্রান্ত যাবতীয় সেবার সম্ভাব্য প্রশ্ন উত্তর দেয়া আছে যেমন:(পিএইচপি কনফিগারেশন, এসইও, প্রারম্ভ, হোস্টিং তথ্য, সিপিএনেল প্রশ্ন, সিপিএনেল: সফটওয়্যার ম্যানেজমেন্ট, সিপ্যানেল: ওয়ার্ডপ্রেস, সিএনএল অ্যাড-অন, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার, WHM প্রশ্ন, ডিএনএস সেটিংস, জি সুইট (গুগল অ্যাপস), লভে (ক্লাউড লিনাক্স) , মাইএসকিউএল প্রশ্ন, হোস্টিং মাইগ্রেশন, টিপস এবং ট্রিকস, SSL ইনস্টলেশনের)



৭।  Email service (ইমেইল সেবা )>>> এই সেকশন এ ইমেইল সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর দেয়া হয়েছে


৮। SSL Certificates >>এই সেকশন এ SSL Certificates কি জন্য করবো ? কিভাবে করবো ? SSL Certificates  activation, installation সহ সকল গুরুত্বপূর্ণ বিষয়ের উত্তর দেয়া হয়েছে। 



৯।  My Account  (আমার একাউন্ট )>>>এখানে নেমচিপ একাউন্টের সকল নির্দেশাবলী দয়া আছে। যেমন: 
**Account Security (অ্যাকাউন্ট নিরাপত্তা )
** Account Access (অ্যাকাউন্ট অ্যাক্সেস)
** Profile Management (একাউন্ট পরিচালন)

ইত্যাদি। 


১০। Affiliates    এই সেকশনের কাজ হলো :যদি কেউ নেমচিপ এর সেবা সমূহের  affiliate করে ইনকাম করতে চায় তার নির্দেশনা দেয়া আছে। 


১১। API & Resellers এই সেকশনে কিভাবে  ssl Resellers প্রোগ্রাম একটিভ করতে হয় ইত্যাদি সকল প্রশ্নের উত্তর দেয়া আছে ?



১২। Legacy Products  এই সেকশন এ অনপেজের ওয়েবসাইট কি ? কিভাবে অনপেজের ওয়েবসাইট বাতিল করা যায় তার সম্ভাব্য প্রশ্ন উত্তর দেয়া আছে। 



১৩। PremiumDNS   এই সেকশন এ PremiumDNS কি ?কিভাবে নেমচিপ এ PremiumDNS কেনা যায়? নেমচিপ ডোমেইন এ কিভাবে PremiumDNS সক্রিয় করা যায় ? ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের সম্ভাব্য প্রশ্ন ও উত্তর দেয়া আছে। 



Get Started 03:

কিভাবে ডোমেন এ হুইচগার্ড সক্রিয় করবো :


ডোমেন এ হুইচগার্ড সক্রিয় করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে 


১। প্রথমে ইউসার name ও password দিয়ে লগইন করতে হবে। 





২। এরপর ড্যাশবোর্ড এ যেতে হবে। 







৩। এখন লিস্ট এ প্রবেশ করে  ডিমেইন সিলেক্ট করে ডান দিকে ম্যানেজ বাটনে ক্লিক করতে হবে 







4 .এখন হুইচগার্ড বাটনটি ক্লিক করে  সক্রিয় করে দিতে হবে। 



No comments :

Post a Comment