বাংলাদেশের নদ - নদী



ভূমিকা :  বাংলাদেশ  আমাদের  নদীমাতৃক  দেশ । বাংলাদেশের  নদ  নদী  এর  গর্ব  । এ দেশের  ওপর  দিয়ে ছোট বড়  প্রায়  ৭০০ টি  নদ- নদী  বয়ে গেছে । নদী বহুল দেশ  বলে  স্বভাবতই এ  দেশের  মানুষের  জীবনযাত্রার  ওপর নদীর  প্রভাব রয়েছে  । উপনদী  ও শাখানদীসহ বাংলাদেশে নদীর  মোট দৈর্ঘ্য  ২৪,১৪০  কিলোমিটার  নদীর কারণেই  আমাদের দেশ  সুজলা  সুফলা  শস্য -শ্যামলা  ।]

বাংলাদেশের  প্রধান প্রধান  নদী :  বাংলাদেশের সব  নদীর  একটি পূর্ণাঙ্গ  তালিকা  প্রস্তূত  করা  বেশ  কঠিন  । বাংলাদেশের  প্রধান  নদী গুলো  হলো -  পদ্মা  ,মেঘনা ,যমুনা , ব্রক্ষপুত্র , ও কর্ণফুলী   নিচে  প্রধান  প্রধান   নদীর পরিচয়  তুলে  ধরা  হলো  ।

No comments :

Post a Comment