বইমেলা

ভূমিকা  -  মেলা মিলিয়ে  দেয় মানুষে  মানুষে , জিনিসে জিনিসে  , দেশে দেশে  । মেলা  আবার চিনিয়েও  দেয়  শিল্প সাংস্কৃতি সমাজকে  ।তবে মেলা যেমন  নানা জাতের  , তার পৃষ্ঠপোষকরাও  তেমনি নান প্রবণতার  । বই মেলার  প্রচলন আগে ছিলোনা । কিনতু সম্প্রতি  তা নিয়ে  প্রভূত উৎসাহ - উদ্দীপনা  লক্ষনিয়   । প্রতিবছর  আমাদের দেশে  একুশে ফেব্রয়ারির  বই  - মেলাটি আমাদের বেশ তোড়জোড়  ও ঘটা করে  হয়ে থাকে  । এছাড়াও অন্যান্য  সময়েও রাজধানী  ও মফস্বল  শহরে  বই - মেলা র আয়োজন করা হয়ে থাকে ।

বইমেলার প্রচলন  - ১৮০২ সালে  প্রথম নিউইয়র্ক  শহরে  বই মেলার আসর  বসে  । উদ্যোক্তা  ছিলেন ম্যাথু কেরি । ১৮৮৫  সালে ১০০ জন প্রকাশক মিলে  নিউইয়র্কের  ক্লিনটন শহরে  আয়োজন করলেন  বইমেলার । ৩০  হাজার গ্রন্থ  এ মেলায় প্রদর্শিত  হয়েছিল  । ১৯৪৯ সালে  ফ্রাঙ্কফুর্টের  বৃহৎ বইমেলা  ।  সেখান থেকেই  আধুনিক  বইমেলার  স্মরণীয় শুভযাত্রা  । দ্বিতীয় বিশ্বযুদ্ধের  পরে  বিশ্বের  দেশে দেশে বইমেলা  জনপ্রিয়  হয়ে  ওঠে  ।
সংস্কৃতীর  নানা উপকরণের  মধ্যে এখন  বইমেলা  হয়ে উঠেছে  অন্যতম আধুনিক  উপকরণ  ।

বাংলাদেশে  বইমেলা  - বাংলাদেশের  বইমেলা  একটি  সাংস্কৃতিক ঐতিহ্যে   পরিগণিত  হয় । স্বাধীনতার  পর  ১৯৭৫ সালে  মুক্তধারা নিজেদের  উদ্যোগে  প্রথম  বইমেলা  চালু করে  ।বাংলা একাডেমি  প্রাতিষ্ঠানিক বইমেলার আয়োজন করে ১৯৭৮  সাল  থেকে  ।
 ১৯৮৫ সাল  থেকে বাংলা একাডেমি  প্রাঙ্গনে অনুষ্ঠিত  বইমেলার  নাম দেওয়া  হয় একুশে  বইমেলা  । সরকারি  উদ্যোগে  ১৯৯৫ সাল  থেকে আয়োজিত ঢাকা  বইমেলা  জনপ্রিয়তা  অর্জন করে  ।

No comments :

Post a Comment