পরিবেশ দূষণ

ভূমিকা - পরিবেশ  মানবসভ্যতায়  এক  গরুত্বপূর্ণ   উপাদান ।  পরিবেশই প্রাণের ধারক  , জীবনশক্তির যোগানদার  । পরিবেশের  ওপর নির্ভরশীল  হয়ে  মানুষ  , অন্যান্য  উদ্ভিদ ও  প্রাণী  জীবনের বিকাশ  ঘটে । তাই পরিবেশ  ও  মানুষের  মধ্যে  রয়েছে  এক নিবিড় যোগসূত্র  । কিনতু  নানা কারণে
পরিবেশ দূষণ সমস্যা  প্রকট হওয়ায়  মানবসভ্যতা  আজ  চরম হুমকির সম্মুখীন  । এ  থেকে মুক্তির উপায় নিয়ে চলেছে  নানা গবেষণা  । এ লক্ষ্যে  ব্যাপক জনসচেতনতা  সৃষ্টির জন্য  জাতিসংঘ  ৫ই  জুনকে  ঘোষণা করেছে বিশ্ব পরিবেশ  দিবস   হিসেবে  ।
পরিবেশ  দূষণ  কি  - পরিবেশ  দূষণ হলো মানুষের কর্মকান্ডের  ফলশ্রূতিতে  পরিবেশের উপাদানে অনাকাঙ্খিত পরিবর্তন  ।আমাদের চার পাশে যা  কিছু আছে তা   আমাদের পরিবেশ  । কোনো  কারণে  পরিবেশের  ভারসাম্য বিঘ্নিত  হওয়াকে  পরিবেশ দূষণ  বলে  । বায়ু দূষণ , পানি দূষণ , শব্দ দূষণ , মাটি দূষণ , খাদ্য দূষণ , ইত্যাদি সব কিছুই  পরিবেশ   দূষণের  অন্তর্ভুক্ত  ।বস্তূত  মানব সৃষ্ট  বিভিন্ন কারণই  পরিবেশ দূষণের  অন্যতম  কারণ  ।

No comments :

Post a Comment